thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

হবিগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

২০১৯ জানুয়ারি ২৪ ০৯:১৭:৫৯
হবিগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাসুর সফিকুল ইসলামের স্ত্রী সালমা বেগমকে আটক করেছে পুলিশ।

নিহত হলেন হবিগঞ্জ সদর উজেলার নিজামপুর ইউনিয়নের গৌরাঙ্গের চক গ্রামের শামীম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (২৬)।

হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদ মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার রাত ১১টার দিকে শামীম মিয়া তার স্ত্রী রোজিনাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত রোজিনার ভাসুর সফিকুল ইসলামের স্ত্রী সালমা বেগমকে আটক করা হয়েছে। তবে স্বামী শামীম মিয়া পলাতক রয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর