thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

ট্রেলারে ঋতুপর্ণা-শুভর ‘আহা রে’

২০১৯ জানুয়ারি ২৪ ১৩:২৫:৫২
ট্রেলারে ঋতুপর্ণা-শুভর ‘আহা রে’

দ্য রিপোর্ট ডেস্ক: কলকাতার এক রাঁধুনী আর বাংলাদেশের এক বিখ্যাত শেফের খাবারের সূত্রে প্রেম জমেছে ‘আহা রে’ ছবিতে। গল্পের শুরু খাবারে হলেও এতো সহজে শেষ হয়নি গল্প। আহারে প্রেম জমলেও প্রেমের সঙ্গে যে বেদনাও জুটেছে ভালোই তা বোঝাতেই সম্ভবত ছবির নাম ‘আহা রে’।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও আরিফিন শুভ। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ। ছবিতে দুই বাংলার রান্না খাবারকে তুলে ধরা হয়েছে এবং খাবারের সূত্রেই এপার বাংলার হিন্দু রাঁধুনী ও ওপার বাংলার মুসলিম শেফ পরস্পরকে আবিষ্কার করেছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমায় গল্পের শুরুটা রান্না দিয়ে হলেও শেষদিকে প্রেমটাই মূখ্য বিষয় হয়ে দাঁড়ায়। অর্থাৎ খাবার আর প্রেমের অভিব্যক্তি এ সিনেমার প্রেক্ষাপট। রান্না ও খাবারের মধ্যেও যে প্রেম লুকিয়ে থাকে তারই বহিঃপ্রকাশ ঘটবে ‘আহা রে’তে। এছাড়া এতে দায়িত্ববোধের গল্প, হিন্দু-মুসলিম’র কিছু বিষয় তুলে ধরা হয়েছে।

এর আগে মাত্র ৫৭ সেকেন্ডের টিজারে ছবির প্রেক্ষাপট সাবলীলভাবে বোঝানো হয়েছিলো। টিজারে দেখা যায়, আরিফিন শুভ নামাজ পড়ছেন। অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত পূজা করছেন। পরের শটে আরিফিন শুভ রান্নাঘরে শেফ বেশে রান্না করছেন। আর ঋতুপর্ণা উঠানে বসে শাড়ি পরে রান্নার আয়োজন করছেন।

অভিনয়ের পাশাপাশি ‘আহা রে’ সিনেমাটি প্রযোজনাও করেছেন ঋতুপর্ণা। মানে, তার প্রযোজনা সংস্থা ভাবনা, আজ ও কাল। এর সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার স্যাভি। সিনেমাটোগ্রাফি করেছেন হরি নায়ার। আগামী ৮ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা হয়েছে।

প্রসঙ্গত, ঋতুপর্ণা-শুভ নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে জুটি হয়েছিলেন। ছবিটি গেলো বছর মুক্তি পায়।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর