thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

বুলবুলকে নিয়ে ইমন সাহার স্ট্যাটাস

২০১৯ জানুয়ারি ২৪ ১৮:০০:৪০
বুলবুলকে নিয়ে ইমন সাহার স্ট্যাটাস

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীরমুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আরেক গীতিকার সুরকার ইমন সাহা।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি এ স্ট্যাটাস দেন।

ফেসবুকে তিনি লিখেন, ‘আমার বয়স যখন ৩/৪ বা তারো আগে থেকে বুলবুল কাকার আমাদের বাসায় সবসময় আসা যাওয়া ছিল। কারণ তখন তিনি আমার বাবার (সত্য সাহা) সহকারী ছিলেন। একদিন বাবা কোনো এক ছবির গানের সুর করছিলেন আর বুলবুল কাকা গিটারে তাকে সংগত করছিলেন। আমার বয়স তখন ৫/৬ হবে।

আমি বাবার রিহার্সেল রুমে দাঁড়িয়ে তাদের কাজ দেখছিলাম। হঠাৎ করে বুলবুল কাকা ডাক দিয়ে আমাকে তার কোলে বসালেন আর আমার হাতের আঙ্গুল গুলো একটা একটা করে হারমোনিয়ামের রিডে বসিয়ে বললেন, এবার বাজা। অদ্ভুত এক অনুভুতি হয়েছিল সেদিন, যা কিনা আজও মনে আছে।

তবে সেটাই কি ছিল আমার সংগীতের প্রথম হাতেখড়ি? তা সঠিক জানিনা। তবে সেদিনের মত আর কোনদিন হাতে ধরে সংগীত শেখানো না হলেও, আপনার কাজ থেকে অনেক কিছু শিখেছি, এখনো শিখছি। আপনার গান, গানের বাণী চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। ঈশ্বর আপনার আত্মার মংগল করুক।’

আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭৮ সালে ‘মেঘ বিজলী বাদল’ ছবিতে সংগীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি স্বাধীনভাবে গানের অ্যালবাম তৈরি করেছেন এবং অসংখ্য চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর ৪টার দিকে আহমেদ ইমতিয়াজ বুলবুল আফতাবনগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর