thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজশাহীতে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

২০১৯ জানুয়ারি ২৪ ১৯:৪৭:১৮
রাজশাহীতে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

রাজশাহী প্রতিনিধি: ২০১৫ সালে রাজশাহীর কানসার্টে পেট্রোলবোমা ছুঁড়ে কাভার্ডভ্যান চালক সিপন (৩০) হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার।

বৃহস্পতিবার দুপুরে দেওয়া এই রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের কানর্সাট এলাকার বিএনপি নেতা তোফায়েল, মামুন ও জামায়াত-শিবির ক্যাডার ফেরদৌস, আবু বকর ও সায়েম। তারা সবাই কানর্সাট এলাকার বাসিন্দা।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, ২০১৫ সালের ৩ মার্চ বিএনপি-জামায়াতের অবরোধ চলছিলো। ওই সময় কাভার্ডভ্যান নিয়ে সোনামসজিদ স্থলবন্দর যাচ্ছিলেন চালক সিপন। পথে কনসার্ট এলাকায় বিএনপি-জামায়াতের ক্যাডাররা কাভার্ডভ্যান লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে চালক সিপন (৩০) দ্বগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহত সিপনের ভাই ভোলা জেলার বোরহানউদ্দিন থানার পুখিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাসান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

তিনি জানান, এরপর পুলিশ তদন্ত করে ৫৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। পরে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে ৫ জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পায়। পরে তাদের সবাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর