thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

নয়াদিল্লিতে তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

২০১৯ জানুয়ারি ২৫ ১৬:৪৯:৪৬
নয়াদিল্লিতে তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারতের নয়াদিল্লিতে হতে যাওয়া দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হবে।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে রোহিঙ্গাসহ বিভিন্ন সঙ্কটের বিষয় উত্থাপন করা হবে। আমরা আশা করবো আগামীতে আমাদের অন্য যত রাষ্ট্রীয় ইস্যু আছে, সব আলোচনা ও বন্ধুত্ব থাকার কারণে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, আমাদের কাজ চলছে। কক্সবাজারে আশ্রয় নেয়াদের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে খুব শিগগিরই ভাসানচরে স্থানান্তর করা হতে পারে। তবে এ স্থানান্তর সাময়িক। কাজের অনেক অগ্রগতি হয়েছে, কাজ শেষ হলেও আমরা তাদের নিয়ে যাব।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর