thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ইমামের মাইলফলক ছোঁয়ার দিনে প্রোটিয়াদের জয়

২০১৯ জানুয়ারি ২৬ ১১:৫০:১১
ইমামের মাইলফলক ছোঁয়ার দিনে প্রোটিয়াদের জয়

দ্য রিপোর্ট ডেস্ক : অনেকটা বলাই যায় বৃষ্টি বাগড়ায় বিফলে গেল ইমামের দুর্দান্ত এক সেঞ্চুরী। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস ম্যাথোডে জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

শুক্রবার (২৫ জানুয়ারি) টসে জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান।

চতুর্থ ওভারে ডেবিউ খেলোয়াড় বেউরান হ্যানড্রিকসের বলে সুইপ করতে গিয়ে কাগিসো রাবাদার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ফখর জামান।

হাল ধরেন বাবর আজম ও ইমাম-উল-হক। ডেল স্টেইনের শিকার হওয়ার আগে ফিফটি করেন বাবর।

তবে এবার শতকের ঘরে পৌঁছুতে পেরেছেন আগের ম্যাচে ৮৬ রানে আউট হওয়া ইমাম।

সেঞ্চুরি হাঁকিয়েই তাবরেজ শামসিকে ডাউন দ্য ট্র্যাকে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারের এটি মিলে ক্যারিয়ারে ইমামের সেঞ্চুরির সংখ্যা এখন পাঁচ। ইমামের সেঞ্চুরি ছাড়াও মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও ইমাদ ওয়াসিমের ইনিংসগুলোর যোগ করে রানের পাহাড় গড়ে পাকিস্তান।

মালিকের ৩২ ও ইমাদের ৪৩ রানের ঝড়ো ইনিংস দুটোর সুবাদে প্রোটিয়াদের ৩০০ রানের বড় সংগ্রহ ছুড়ে পাকিস্তান।

বিশাল টার্গেটের বোঝা কাঁধে নিয়ে স্বচ্ছন্দেই ব্যাট করতে থাকেন কুইন্টন ডি কক ও হাশিম আমলা।

তবে ৭৯ রানের মধ্যে কুইন্টন ডি কক ও হাশিম আমলার উইকেট খুইয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা।

হাল ধরেন হ্যানড্রিকস ও অধিনায়ক ফাফ ডু প্লেসিস। দুজনে মিলে তৃতীয় উইকেট শতরান যোগ করেন।

ম্যাচের শেষ দিকে উত্তেজনাকর মুহূর্তে দর্শকদের হতাশ করে বৃষ্টি। শেষ ৩ ওভারের আগেই বৃষ্টিতে ম্যাচ থামাতে হয়।

বৃষ্টি থামে আবার ম্যাচ শুরু হয়। এ সময় ৮০ রানের এক অনবদ্য ইনিংস নিয়ে আবার মাঠে নামেন ব্যাটসম্যান রিজা হেনড্রিকস। তবে তিনি মাত্র ৩ রান যোগ করতেই আবার বৃষ্টির হামলা।

অবশেষে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয় নিশ্চিত করেন প্রোটিয়ারা।

তবে এমন হারেও একটি সুখবর রয়েছে পাক শিবিরে। সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডেতে ইনিংসের হিসেবে দ্বিতীয় দ্রুততম ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানি গ্রেট ইমজামাম-উল-হকের ভাতিজা ইমাম-উল-হক।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর