thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

আবারও কঙ্গনার সঙ্গে কাজ করতে চান করণ!

২০১৯ জানুয়ারি ২৬ ১১:৫১:৪৬
আবারও কঙ্গনার সঙ্গে কাজ করতে চান করণ!

দ্য রিপোর্ট ডেস্ক : বিভেদ ভুলে কঙ্গনা রনৌতের সঙ্গে আবারও কাজ করা কথা জানালেন করণ জোহর। বেশ কয়েক বছর ধরেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি ছিল।

সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত ও পরিচালিত ‘মণিকর্ণীকা’। এ ছবিতে অভিনয়ের মাধ্যমে সকলের নজর কেড়েছেন তিনি।

সদ্য এক সাক্ষাৎকারে এ বিষয়ে করণকে জিজ্ঞাসা করা হয়- ভবিষ্যতে আপনি কি কঙ্গনার সঙ্গে কাজ করবেন?

উত্তরে করণ বলেন, ‘নিশ্চয় কাজ করব। যদি আমার সিনেমায় কঙ্গনার অভিনয় করার মতো কোনো গল্প পাই তখন অবশ্যই কাজ করব।’

তিনি বলেন, ‘আমার সিনেমায় কঙ্গনার অভিনয় করার মতো কোনো চরিত্র থাকে না। যদি কোনো দিন কঙ্গনার জন্য কোনো গল্প লিখতে পারি তাহলে নিশ্চয় তাকে রাখব আমার সিনেমায়। এতে কোনো দ্বিমত নেই আমার।’

করণ জোহারের সঙ্গে কঙ্গনার ঝগড়ার সূত্রপাত করণের কফি শো থেকে। কয়েক বছর আগে করণের চ্যাট শো ‘কফি উইথ করণে’ এসেছিলেন সাঈফ আলি খান ও কঙ্গনা রনৌত।

সেখানেই করণকে নেপোটিজমের বাদশা বলে সম্বোধন করেন। এরপরই করণ রেগে যান বলিউডের কুইনের ওপর।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর