thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

জামশেদ নাজিমের উপন্যাস ‘গল্পটির বাকি অংশ’ আসছে বইমেলায়

২০১৯ জানুয়ারি ২৬ ১৩:২৬:৫১
জামশেদ নাজিমের উপন্যাস ‘গল্পটির বাকি অংশ’ আসছে বইমেলায়

দ্য রিপোর্ট ডেস্ক : এবারের বইমেলায় আসছে সাংবাদিক জামশেদ নাজিমের ২য় উপন্যাস ‘গল্পটির বাকি অংশ’। গত বইমেলায় আসে তার প্রথম উপন্যাস ‘একটি গল্পের গল্প’। সমাজের বলা-না বলা, সামাজিক অবক্ষয়, প্রেম-ভালোবাসাসহ সমাজের নানা দৃষ্টিকোণ ফুটে উঠেছে তার লেখায়।

এরই ধারাবাহিকতায় ‘গল্পটির বাকি অংশ’ উপন্যাসটি রচনা করেন তিনি।বইটি প্রকাশ করেছে তরুণদের নিয়ে কাজ করা প্রকাশনা সংস্থা ‘দাড়ি কমা’।

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ সালাম চত্বরে প্রকাশনীর ২৩৪নং স্টলে মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে ‘গল্পটির বাকি অংশ’ উপন্যাসটি।

গল্প প্রসঙ্গেজামশেদ নাজিম জানান, ‘একটি গল্পের গল্প’ নামের উপন্যাসে সমাজের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ঘটনা, যেগুলো দাগ কাটতো মানুষের মনে, সেই ঘটনাগুলোই রঘু-প্রজাপতির কথা আর চরিত্রে প্রকাশ করেছি।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর