thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

আবারও পরিচালক সমিতির নেতৃত্বে গুলজার-খোকন

২০১৯ জানুয়ারি ২৬ ১৯:২০:১৩
আবারও পরিচালক সমিতির নেতৃত্বে গুলজার-খোকন

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে (২০১৯-২০২০) সভাপতি ও মহাসচিব পদে পুনর্নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন। এবারের নির্বাচনে মোট ১৯টি পদের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে গুলজার-খোকন প্যানেল, পাঁচটিতে বিজয়ী হয়েছে বাদল-বজলুর প্যানেলের সদস্যরা।

সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাদল খন্দকার পেয়েছেন ১০৯ ভোট। ১৬১ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর। তার প্রতিদ্বন্দ্বী শাহ আলম কিরণ পেয়েছেন ১৩১ ভোট।

মহাসচিব পদে বদিউল আলম খোকন ১৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বজলুর রাশেদ চৌধুরী পেয়েছেন ৬৮ ভোট।

উপ-মহাসচিব পদে ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহীন সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পল্লী মালেক পেয়েছেন ১৪২ ভোট। কোষাধ্যক্ষ হিসেবে মো. সালাহউদ্দিন ১৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সেলিম আজম পেয়েছেন ১৪২ ভোট।

১৪১ ভোট পেয়ে সাংগঠনিক সচিব নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মোস্তাফিজুর মহারাজ ৭৮ ভোট।

আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদে ২৩০ ভোট পেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক। তার প্রতিদ্বন্দ্বী বিপ্লব শরীফ পেয়েছেন ৬২ ভোট।

সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদে নির্বাচনে শাহীন কবির টুটুল নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২০০ ভোট আর তার প্রতিদ্বন্দ্বী ওয়াজেদ আলী বাবলু পেয়েছেন ৯২ ভোট।

প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব পদে ১৭০ ভোট পেয়ে আনোয়ার সিরাজী জয় পেয়েছে। তার প্রতিদ্বন্দ্বী হানিফ আকন দুলাল পেয়েছেন ১২২ ভোট।

এছাড়া নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ছটকু আহমেদ, কমল সরকার, সোহানুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান বাবু, এম এ আওয়াল, আবদুস সামাদ খোকন, সাঈদুর রহমান সাঈদ, নূর মোহাম্মদ মনি, আবুল খায়ের বুলবুল, ইলিয়াস ভূঁইয়া।

শুক্রবার (২৫ জানুয়ারি) দুটি প্যানেল থেকে ১৯টি পদের জন্য ৩৮ জন নির্বাচন করেন। এছাড়া কয়েকটি পদে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছেন। নির্বাচনে ৩৬২ ভোটের মধ্যে ৩১৯ জন ভোট প্রদান করেন। এর মধ্যে বাতিল হয়েছে ২৭টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ২৯২টি। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএফডিসিতে পরিচালক সমিতি কার্যালয়ে ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর