thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

ব্যাংক খাতের লেনদেনে ব্যাপক উত্থান

২০১৯ জানুয়ারি ২৬ ২১:১৩:০১
ব্যাংক খাতের লেনদেনে ব্যাপক উত্থান

দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্যাংক খাতের শেয়ার লেনদেনে ব্যাপক উত্থান হয়েছে। আগের সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে (২০-২৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতের শেয়ারে ৯৬ শতাংশ লেনদেন বেড়েছে। এই উত্থানের মাধ্যমে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক খাতটি। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে এ খাতটিতে গড়ে প্রতিদিন ১৯২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার পরিমাণ এর আগের সপ্তাহে ছিল ৯৮ কোটি ১১ লাখ টাকা। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৯৪ কোটি ১৬ লাখ টাকার বা ৯৬ শতাংশ।

বিদায়ি সপ্তাহে গড়ে ১২৪ কোটি ৯৩ লাখ টাকা লেনদেনের মাধ্যমে মাধ্যমে দ্বিতীয় স্থানে উঠেছে বীমা খাত। আর ১০৯ কোটি ৪৭ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে নেমেছে বস্ত্র খাত।

লেনদেন হওয়া অন্য খাতগুলোর মধ্যে- লিজিং খাতের ১০২ কোটি ১ লাখ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া প্রকৌশল খাতে ৯৬ কোটি ১৮ লাখ টাকার, ওষুধ ও রসায়ন খাতে ৯২ কোটি ৪০ লাখ টাকার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬৯ কোটি ৩০ লাখ টাকার, খাদ্য ও বিবিধ খাতে ৩৭ কোটি ৫৫ লাখ টাকার, বিবিধ খাতে ৩০ কোটি ৮৬ লাখ টাকার, তথ্য প্রযুক্তি খাতে ২৪ কোটি ৫৪ লাখ টাকার, টেলিকমিউনিকেশন খাতে ২০ কোটি ৮৭ লাখ টাকা, ট্যানারি খাতে ১৬ কোটি ৩০ লাখ টাকার, সেবা ও আবাসন খাতে ৮ কোটি ৬১ লাখ টাকার, সিমেন্ট খাতে ৮ কোটি ৫৭ লাখ টাকার, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮ কোটি ১৮ লাখ টাকার, সিরামিক খাতে ৬ কোটি ৭৩ লাখ টাকা, ভ্রমন ও অবকাশ খাতে ৬ কোটি ৬ লাখ টাকার, পাট খাতে ৩ কোটি ৮২ লাখ টাকার এবং পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর