thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল 25, ১৫ বৈশাখ ১৪৩২,  ১ জিলকদ  1446

আবারও প্রেমে পড়েছেন পার্নো মিত্র!

২০১৯ জানুয়ারি ২৭ ১২:২৯:৫২
আবারও প্রেমে পড়েছেন পার্নো মিত্র!

দ্য রিপোর্ট ডেস্ক : টলি অভিনেত্রী পার্নো মিত্র আবারও প্রেমে পড়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কার প্রেমে পড়েছেন সেটাই কেউ জানতে পারেননি।

অবশেষে এক সংবাদমাধ্যম জানিয়েছে, পার্নোর জীবনের সেই বিশেষ ব্যক্তির নাম রনি দেব। তিনি একজন হোটেল ব্যবসায়ী।

মূলত দীর্ঘদিনের বন্ধু রাইমা সেনের সূত্র ধরেই এই প্রেমে ধরা দিয়েছেন পার্নো। রাইমার সাবেক প্রেমিক বিক্রম পুরীর বন্ধু রনি।

জানা গেছে, ধীরে ধীরে গড়ে উঠেছে তাদের সম্পর্ক। আর পাঁচজন কাপলের মতোই প্রথমে ফোনে এবং মেসেজে কথা হয় দুজনের। কথা থেকে বন্ধুত্ব এবং এরপরই মন দেয়া-নেয়া।

শোনা যাচ্ছে, রনিই নাকি এগিয়ে আসেন আগে। পার্নোকে তিনি গল্পের বই উপহার দিয়েছিলেন। গল্পের বই পড়তে ভালোবাসেন পার্নো। আর সেটা জেনেই নাকি এই পদক্ষেপ।

রনির কাছ থেকে পাওয়া বিশেষ উপহারে তার প্রতি দুর্বলতা তৈরি হয় অভিনেত্রীর। বিভিন্ন কফিশপে দেখা যায় দুজনকে।

প্রসঙ্গত, এর আগে টলিপাড়ায় পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল পার্নো মিত্রের। যদিও দুজন বরাবরই বলে এসেছেন, তারা কেবলই বন্ধু।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর