thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

মাদারীপুরে ট্রাক উল্টে পথচারী নিহত

২০১৯ জানুয়ারি ২৮ ০৯:৫৭:৫৫
মাদারীপুরে ট্রাক উল্টে পথচারী নিহত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে চাল ভর্তি ট্রাক উল্টে পথচারী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৮ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের মালাই হাওলাদারের ছেলে।

এলাকাবাসী জানায়, ভোরে জেলার শিবচর-পাঁচ্চর সড়ক হয়ে একটি চালভর্তি ট্রাক একই উপজেলার চান্দেরচর যাচ্ছিল। ট্রাকটি পৌরসভার দাদাভাই তোরন সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় পথচারী বাঁশ ব্যবসায়ী মিলন হাওলাদার ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ভোরে শিবচর-পাঁচ্চর সড়ক হয়ে একটি চাল বোঝাই ট্রাক উপজেলার চান্দেরচরে যাচ্ছিল। ট্রাকটি পৌরসভার দাদাভাই তোরণ সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় পথচারী মিলন ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর