thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

আঁচলের ‘প্রিয়জন প্রয়োজন’

২০১৯ জানুয়ারি ২৮ ১৮:৩৬:২৭
আঁচলের ‘প্রিয়জন প্রয়োজন’

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢালিউডের ঝলমলে আলোয় আরও একটি ছবিতে নাম লেখালেন আঁচল আঁখি। ‘প্রিয়জন প্রয়োজন’ নামের নতুন ছবিতে দেখা যাবে তাকে। পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। রবিবার নিজের জন্মদিনে ছবিটির ঘোষণা দেন নির্মাতা।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘প্রিয়জন প্রয়োজন’ ছবিটির চিত্রনাট্য লিখবেন কলকাতার চিত্রনাট্যকার এন কে সলিল। কমেডি ঘরানার চলচ্চিত্র এটি। ওপার বাংলার জনপ্রিয় শিল্পীরা গান গাইবেন। এছাড়া কলকাতার জনপ্রিয় অভিনয়শিল্পী নেয়ার কথাও ভাবছি।

পরিচালক বলেন, ছবিতে আঁচল আঁখি ও নজরুল রাজের অভিনয়ের কথা আজ জানালাম। তবে আরও একটি নতুন জুটি থাকছে। অবশ্যই একটি চমক দেব। শিগগিরই আমরা নতুন জুটির নাম ঘোষণা করবো।

সম্প্রতি ‘রাগী’ ছবির কাজ শুরু করেছেন আঁচল। এদিকে ৮ ফেব্রুয়ারি তার অভিনীত ‘দাগ’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। তারেক সিকদার পরিচালিত এই সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

অন্যদিকে নির্মাতা দেবাশীষ বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির কাজ করছেন। ছবিতে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিপরীতে রয়েছেন বাপ্পি চৌধুরী। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর