thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ফকিরাপুলে নিখোঁজের ২ দিন পর মিললো তরুণীর লাশ

২০১৯ জানুয়ারি ২৮ ২০:৩০:১৫
ফকিরাপুলে নিখোঁজের ২ দিন পর মিললো তরুণীর লাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর ফকিরাপুলে নিজ বাসা থেকে নিখোঁজের দু’দিন পর অপরা আক্তার লুসি (২৪) নামে এক তরুণীর লাশ দুটি বহুতল ভবনের মাঝের ফাঁকা জায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, তাকে হত্যার পর ভবনের ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে মতিঝিল থানা পুলিশ ফকিরাপুলের এক নম্বর গলি থেকে তার লাশ উদ্ধার করে। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফকিরাপুলের এক নম্বর সড়কের মুখে দুটি বহুতল ভবনের মাঝখানে ওই তরুণীর লাশ পড়েছিল। স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এই সড়কের ২২১ নম্বর বাড়িতে থাকতেন লুসি। তাকে গত দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলেও স্থানীয়রা জানিয়েছে।

তিনি আরও জানান, হয়তো কোনও ভবনে হত্যা করে তাকে ফেলে দেওয়া হয়েছে। এবিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর