thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিখোঁজ ৪

২০১৯ জানুয়ারি ২৯ ০৮:৫৮:৩৭
আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিখোঁজ ৪

সাভার প্রতিনিধি : সাভারে আশুলিয়ায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক তুরাগ নদীর ৪০ ফিট গভীরে তলিয়ে গেছে। এ ঘটনার পর একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন চারজন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আবদুল্লাপুর-বাইপাইল সড়কে মরাগাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে উদ্ধারে কাজ করছে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ ও আহত শ্রমিকের পরিচয় জানা যায়নি।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, ট্রাকটি আশুলিয়া থেকে ইটবোঝাই করে ঢাকায় যাচ্ছিল। পথে মরাগাঙ্গ এলাকায় ব্রিজে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে তলিয়ে যায় ট্রাকটি।

এসময় একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন চারজন।

খবর পেয়ে উদ্ধারে কাজ করছে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ট্রাকটি নদীর ৪০ ফিট নিচে রয়েছে বলে ধারণা করছে ডুবুরি দল।

আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর