thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

আশুলিয়ায় যাত্রীবাহী বাসে ডাকাতি

২০১৯ জানুয়ারি ২৯ ১০:৪৪:৫৯
আশুলিয়ায় যাত্রীবাহী বাসে ডাকাতি

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে সোমবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।

লুট করা হয়েছে টাকাসহ মূল্যবান জিনিসপত্র। এই ঘটনার পর বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। তবে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তার নাম গোপন রেখেছে পুলিশ।

ডাকাতদের মারধরে নারী ও শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজধানীর গাবতলি থেকে মাশফি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-০৪৯০) একটি দূরপাল্লার বাস কুড়িগ্রামের উদ্দেশে কয়েকজন যাত্রী নিয়ে রওয়ানা হয়।

বাসটি আশুলিয়ার বাইপাইল এলাকায় পৌঁছলে যাত্রীবেশে কয়েকজন ডাকাত উঠে। পরে পিস্তল দিয়ে চালককে জিম্মি করে যাত্রীদের হাত-পা বেঁধে মারধর করে। ছিনিয়ে নেয় টাকাসহ মূল্যবান জিনিসপত্র।

এই অবস্থায় বাসটি আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছলে যাত্রীদের চিৎকারে স্থানীয়রা বাসটি আটক করে। এসময় কয়েকজন ডাকাত বাসের জানালা দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন একজনকে আটক করে ও বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে তার আগেই বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) মো. মনিরুল হক ডাবলু গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আটক করা হয়েছে সন্দেহভাজন একজনকে। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় গোপন রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর