thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী

২০১৯ জানুয়ারি ২৯ ১৮:৫১:৫৭
টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী

দ্য রিপোর্ট প্রতিবেদক: দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। রংপুর রাইডার্স এই ম্যাচে জয় পেলে প্রথম দল হিসেবে নিশ্চিত করবে সুপার ফোর। রাজশাহী কিংস জিতলে টিকে থাকবে সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে। এমন সমীকরণে রংপুরের শক্তিশালী ব্যাটিং লাইনআপের কথা মাথায় রেখেই খেলতে হবে রাজশাহীকে।

দিনের প্রথম খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে আগে ব্যাট করে হেরেছে স্বাগতিক দল চিটাগং ভাইকিংস। দ্বিতীয় ম্যাচে টস জিতে আগেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কিংস অধিনায়ক মেহেদী মিরাজ।

এখন পর্যন্ত দশ ম্যাচ খেলে ছয় ম্যাচে জয় পেয়েছে রাইডার্সরা। অন্যদিকে সমান দশ ম্যাচ খেলে পাঁচটি জয় পেয়েছে রাজশাহী।

রাজশাহীর একাদশে এসেছে একটি পরিবর্তন। রায়ান টেন ডেস্কাটের পরিবর্তে খেলছেন কায়েস আহমেদ।

রাজশাহী কিংস

লরি ইভানস, মেহেদী মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, ফজলে মাহমুদ, জনসন চার্লস, ক্রিস্টিয়ান জঙ্কার, মুস্তাফিজুর রহমান, আরাফাত সানি, কায়েস আহমেদ ও কামরুল ইসলাম।

রংপুর রাইডার্স

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, ফরহাদ রেজা, নাজমুল অপু, শফিউল ইসলাম, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স ও রিলে রুশো।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর