thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

একমাত্র ওর সঙ্গেই প্রেম করেছি: সারা

২০১৯ জানুয়ারি ৩০ ০৭:৫৫:৫৫
একমাত্র ওর সঙ্গেই প্রেম করেছি: সারা

দ্য রিপোর্ট ডেস্ক : অভিষেকেই দর্শকদের মন জয় করে নিয়েছেন বলি অভিনেতা সাইফ আলি খান তনয়া সারা আলি খান। প্রথমে ‘কেদারনাথ’ পরে ‘সিম্বা’, দুটি ছবিই বলিউড বক্স অফিসে সাফল্য দেখেছে। নবাগতাদের মধ্যে সারাই সবচেয়ে সফল বলে একমত দিয়েছেন সিনেপ্রেমীরা। অনেকে একটু বাড়িয়ে প্রতিষ্ঠিত বলি তারকাদের সঙ্গেও তুলনা করছেন তার। বলতে গেল আপাতত সারা আলির প্রেমে মত্ত বলিউড পর্দা।

তবে সারা কার প্রেমে মত্ত! সে প্রশ্ন ভক্তদের মনে জাগতেই পারে। সম্প্রতি সে কথাই জানিয়েছেন এই নবাগতা।

ফেমাসলি ফিল্মফেয়ার ম্যাগাজিনের সম্পাদক জিতেশ পিল্লাইয়ের সঙ্গে একটা ওয়েব সিরিজে নিজের প্রেমের কথা জানান সারা। বলিউডে পা রাখার আগেই ওই ব্যক্তির সঙ্গে চুটিয়ে প্রেম করতেন জানান সারা।

সাক্ষাৎকারে সারা বলেন, ‘একমাত্র ওর সঙ্গেই আমি প্রেম করেছি। আমার অন্য আর কোনো বয়ফ্রেন্ড নেই।’ কে সে? সোজাসাপ্টাই সারা জানান, মুম্বাইয়ের ব্যবসায়ী সঞ্জয় পাহাড়িয়ার ছেলে ভীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক ছিল তার।

ভীর পাহাড়িয়ার অন্য পরিচয়, তিনি ভারতের মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের দৌহিত্র। তবে সেই প্রেম ভেঙে গেছে বলে জানান সারা।

তাহলে এ মুহূর্তে কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কিনা এমন প্রশ্নে সারা হেসে বলেন, ‘আমি সিঙ্গেল, আমি কাউকে ডেট করছি না।’

প্রসঙ্গত, রুপালী পর্দায় পা রাখার আগে বলি অভিনেতা অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধনের সঙ্গে বেশ সখ্যতা গড়ে ওঠে সারার।

একসঙ্গে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেও দেখা গেছে। তবে বছরের শুরুতে চ্যাটশো 'কফি উইথ করণ'-এ সারা জানিয়েছিলেন কার্তিক আরিয়ানকে বেশ পছন্দ তার।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর