thereport24.com
ঢাকা, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১,  ২৯ জমাদিউল আউয়াল 1446

পাঁচবিবিতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

২০১৯ জানুয়ারি ৩০ ০৯:০৫:৫১
পাঁচবিবিতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোহেল রানা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কেশবপুর এলাকায় এ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন মাদকবিক্রেতা। এসময় দু’জন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

নিহত সোহেল রানা ওই উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোলায়মান সরদারের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন সাংবাদিকদের জানান, রাতে কেশবপুর এলাকায় কয়েকজন মাদকবিক্রেতা মাদক কেনাবেচা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহল দল ঘটনাস্থলে অভিযানে গেলে মাদকবিক্রেতারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে।

তিনি আরও জানান, একপর্যায়ে মাদকবিক্রেতা সোহেল রানা ও র‌্যাবের দুই সদস্য আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি ম্যাগজিন ও ৬০ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর