thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ছাত্রলীগ নেতা রাকিব হত্যার প্রধান আসামি গ্রেফতার

২০১৯ জানুয়ারি ৩০ ১২:০৪:৫৩
ছাত্রলীগ নেতা রাকিব হত্যার প্রধান আসামি গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি কলোনীতে ছাত্রলীগ নেতা তানজিল হোসেন রাকিব খুনের ঘটনায় প্রধান আসামি সজীবকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিনগত রাতে গাজীপুরের মাওনা এলাকা থেকে বনানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ও রাকিব হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবু তাহের জানান, স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে রাকিবকে কুপিয়ে খুন করেন সজীব। ঘটনার পরই তিনি পালিয়ে যান। গতকাল রাতে সজীবকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

গত ৬ ডিসেম্বর রাত ১২টার দিকে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি কলোনির মাঠে ব্যাডমিন্টন খেলা শেষ বাসায় ফিরছিলেন রাকিব। এসময় নিজ বাসার কাছে এলে অতর্কিত হামলার শিকার হন রাকিব। পরে স্থানীয়দের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর