thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

টস জিতে ব্যাটিংয়ে চিটাগং ভাইকিংস

২০১৯ জানুয়ারি ৩০ ১৩:৩৩:৫১
টস জিতে ব্যাটিংয়ে চিটাগং ভাইকিংস

দ্য রিপোর্ট ডেস্ক : চট্টগ্রামপর্বে শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস আর ঢাকা ডায়নামাইটস। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহীম।

দুই দলের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচ এটা। পয়েন্ট তালিকায় অবস্থান কাছাকাছি। এক দল তিনে, আরেক দল চারে। পয়েন্টের হিসেবে ব্যবধান থাকলেও ম্যাচ হিসেবে দুই দলের অবস্থান প্রায় সমানে সমান।

চিটাগং ভাইকিংস ১০ ম্যাচে জিতেছে ৬টি, হেরেছে ৪টি। ১২ পয়েন্ট মুশফিকুর রহীমের দল আছে তালিকার তৃতীয় অবস্থানে।

সাকিবের দল ম্যাচ খেলেছে একটি কম। ৯ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের জয় ৫টি, হার ৪টি। ১০ পয়েন্ট নিয়ে তারা আছে চতুর্থ অবস্থানে।

চিটাগংয়ের চিফ টেকনিক্যাল এডভাইজার মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে জানিয়েছেন, প্রোটিয়া অলরাউন্ডার রবি ফ্রাইলিংক চোটের কারণে আজও একাদশে নেই। তবে তিনি ঢাকাপর্বে খেলতে পারবেন বলে আশাবাদী নান্নু।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর