thereport24.com
ঢাকা, শনিবার, ৮ ফেব্রুয়ারি 25, ২৫ মাঘ ১৪৩১,  ৯ শাবান 1446

জাতীয় কবিতা উৎসব শুরু ১ ফেব্রুয়ারি

২০১৯ জানুয়ারি ৩০ ২১:২৭:৫৫
জাতীয় কবিতা উৎসব শুরু ১ ফেব্রুয়ারি

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে আগামী শুক্রবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কবিতা উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে সংবাদ সংম্মেলনে এবারের কবিতা উৎসবের আনুষ্ঠানিকতা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক তারিক সুজাত।
১ ফেব্রুয়ারি সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসানের সমাধি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, একুশের গান এবং উৎসব সংগীতের মধ্য দিয়ে এবারের উৎসব শুরু হবে।
মুক্ত আলোচনা ও কবিতা পাঠ, আবৃত্তি পর্ব, সেমিনার, ছড়াপাঠ, কবিতার গান নিয়ে সাজানো হবে ‘জাতীয় কবিতা উৎসব ২০১৯’। প্রত্যেক দিন সকাল থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত ৯টা পর্যন্ত।
উল্লেখ্য, স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে এ কবিতা উৎসব শুরু হয় ১৯৮৭ সালে। কালের পরিক্রমায় সে উৎসব আজ আন্তর্জাতিক রূপ নিয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ৩০,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর