thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে একই পরিবারের নিহত ৩

২০১৯ জানুয়ারি ৩১ ১১:১৪:৩১
ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে একই পরিবারের নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের শেরপুর সড়কে প্রাইভেটকার উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত ৩টার দিকে ফুলপুর-শেরপুর আঞ্চলিক সড়কের আলালপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হামিদ মেম্বার (৬০) তার স্ত্রী সাহেরা বেগম (৫৫) ও শফিকুল ইসলাম (৪০)। তাদের সবার বাড়ি শেরপুরে বলে জানা গেছে।

কতোয়ালী থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, প্রাইভেটকারে ছয়জন শেরপুর থেকে ঢাকায় যাচ্ছিল। পথে ওই এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। এসময় আহত হন তিনজন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনটি/জনুয়ারি ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর