thereport24.com
ঢাকা, সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৩ জিলহজ ১৪৪৫

বইমেলার উদ্বোধন করতে বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী

২০১৯ ফেব্রুয়ারি ০১ ১৬:৫১:৫১
বইমেলার উদ্বোধন করতে বাংলা একাডেমিতে প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: অমর একুশে বইমেলা ২০১৯ উপলক্ষে আয়োজিত বইমেলার অনুষ্ঠানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসব্যাপী এ মেলা উদ্বোধন করবেন তিনি। শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখবেন এবং তার প্রিয় কিছু বই কিনবেন।

বইমেলা কমিটি সূত্র জানায়, প্রতি শুক্র ও শনিবার বইমেলায় শিশু প্রহর থাকবে। এ দুদিন মেলার আসর বসবে বেলা ১১টায়। শিশু প্রহর চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর বিকেল ৩টা থেকে শুরু হবে মেলার দ্বিতীয় পর্ব।

তবে শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন মেলা শুরু হবে বিকেল ৩টা থেকে। উন্মুক্ত থাকবে রাত ৯টা পর্যন্ত।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ০১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর