thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

গাজীপুরে আগুনে পুড়লো ৫ দোকান

২০১৯ ফেব্রুয়ারি ০২ ০৯:৪৯:৩২
গাজীপুরে আগুনে পুড়লো ৫ দোকান

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন খান গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ও নরসিংদীর পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

আগুনে ওই মার্কেটের মঞ্জু হোসেনের ফার্নিচারের দোকান, সেলিম মিয়ার মোটরসাইকেল গ্যারেজ, কবির মেম্বারের ডেকোরেটর, মো. ওসমানের মাংসের দোকান ও আবিদ হোসেনের হোমিও ফার্মেসি পুড়ে গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ০২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর