thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে ভুয়া দুই দুদক কর্মকর্তা আটক

২০১৯ ফেব্রুয়ারি ০২ ১০:১৩:২৯
রাজধানীতে ভুয়া দুই দুদক কর্মকর্তা আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ থেকে দুদক (দুর্নীতি দমন কমিশন) কর্মকর্তা পরিচয় দেওয়া দুই প্রতারককে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- আনিসুর রহমান বাবু (৩৬) ও ইয়াসির (২৪)। তারা দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির মামলার ভয় দেখিয়ে প্রতারণা করে আসছিলেন।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত র‌্যাব-২ অভিযান চালিয়ে রাজধানীর হাজারীবাগ থেকে তাদের আটক করে।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতরা দুদক এর উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির মামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে সেসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ হিসাবসহ ২২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, আজ বেলা ১১টায় কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আটকৃতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ০২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর