thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কোল্ড স্টোরেজে ১১শ মণ পচা গোশত

২০১৯ ফেব্রুয়ারি ২৬ ২২:৫৫:২৮
কোল্ড স্টোরেজে ১১শ মণ পচা গোশত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের পুরাতন এফডিসি রোডে সেভ অ্যান্ড ফ্রেস ফুড লিমিটেড নামে একটি হিমাগারে অভিযান চালিয়ে আমদানিকৃত মেয়াদোত্তীর্ণ ১১শ মণ গরু, মহিষ ও ভেড়ার গোশত জব্দ করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। একই সময় আমদানিকৃত মেয়াদোত্তীর্ণ ৪শ মণ মাছও জব্দ করা হয়।

মঙ্গলবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

এ বিষয়ে সারওয়ার আলম সাংবাদিকদের জানান, আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযানের সময় দেখা গেছে হিমাগারটিতে আমদানিকৃত আনুমানিক হাজার মণ মেয়াদোর্ত্তীণ মাছ ও মাংস মজুদ করে রাখা হয়েছে। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ ১১শ মণ গরু, মহিষ ও ভেড়ার মাংস এবং ৪শ মণ মাছ জব্দ করা হয়।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী গণমাধ্যমকে বলেন, গতকাল আমরা তেজগাঁওয়ে কয়েকটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়েছি। ওই অভিযানের পর অন্যান্য কোল্ড স্টোরেজের মধ্যে যাদের পচা মাংস ছিল তারা পালানের চেষ্টা করছিল।

তবে আগে থেকেই র‌্যাবের নজরদারির কারণে তারা পালাতে পারেনি বলে জানান এই কর্মকর্তা।

তিনি আরো বলেন, এসব মাংস ও মাছ জব্দ করা না গেলে তা রাজধানীর বিভিন্ন সুপারশপে চলে যেতো। জনগণের সুস্বাস্থ্য রক্ষার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ফেব্রুয়ারি ২৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর