thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

তামিম ইকবালের ঝড়ো সেঞ্চুরি

২০১৯ ফেব্রুয়ারি ২৮ ০৯:৩৯:২৮
তামিম ইকবালের ঝড়ো সেঞ্চুরি

দ্য রিপোর্ট ডেস্ক : ওয়ানডে সিরিজে ছিলেন ‘সুপারফ্লপ’। তিন ম্যাচের কোনোটিতে নিজের দক্ষতা বিচ্ছুরণ ঘটাতে পারেননি। অবশেষে হাসল তার ব্যাট। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হ্যামিল্টনে ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। যেন ওয়ানডের ঝালই মেটালেন।

তামিম মাত্র ১০০ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। অবশ্য সেঞ্চুরির পর খুব বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেনন তিনি। আর ২৬ রান যোগ করে কলিন ডি গ্র্যান্ডহোমের বলে কেন উইলিয়ামসনকে ক্যাচ দিয়ে ফিরেছেন ড্যাশিং ওপেনার।

শেষ পর্যন্ত ১২৮ বলে ১২৬ রান করে থামেন তামিম। ২১ চার ও ১ ছক্কায় এই ইনিংস সাজান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০০। মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস ব্যাট করছেন।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর