thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

জামালপুরে আ’লীগের ২ পক্ষের গোলগুলিতে যুবলীগ নেতা নিহত

২০১৯ ফেব্রুয়ারি ২৮ ০৯:৪৪:৪৮
জামালপুরে আ’লীগের ২ পক্ষের গোলগুলিতে যুবলীগ নেতা নিহত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিপক্ষের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আব্দুল খালেক নামে এক যুবলীগ নেতা মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার চুকাইবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা নির্বাচনী প্রচারণা শেষে চুকাইবাড়ি এলাকায় চা পান করছিল।

এসময় আওয়ামী লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোলাইমান হোসেনের সমর্থকরা তাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে।

এসময় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজের সাবেক জিএস যুবলীগ নেতা আব্দুল খালেক মারা যান। এঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর