thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ঈশ্বরদীতে গণপিটুনিতে ডাকাত নিহত

২০১৯ মার্চ ০২ ০৮:৫৫:৪৫
ঈশ্বরদীতে গণপিটুনিতে ডাকাত নিহত

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১ মার্চ) দিনগত রাত ২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর এলাকায় তারা মালিথার বাড়িতে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ২টার দিকে মুলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুরে আওয়ামী লীগ নেতা তারা মালিথার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ডাকাত সদস্যরা।

এসময় বাড়ির মালিক ও এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ০২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর