thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সাভারে ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু, আটক ২

২০১৯ মার্চ ০২ ০৯:০২:১০
সাভারে ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু, আটক ২

সাভার প্রতিনিধি : সাভারে চাপাইন এলাকায় ছুরিকাঘাতে সোহাগ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) ভেতরে এ ঘটনা ঘটে।

সোহাগ চাপাইন মহল্লার ইসমাইল হাজীর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতো। সেখানে স্থানীয় স্টুডেন্ট স্কুল অব বাংলাদেশ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।

জানা গেছে, প্রান্ত গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার চন্ডিপুর গ্রামের লিটন বাবুর ছেলে। সে চাপাইন এলাকার পরিবারের সঙ্গে থেকে চাপাইন সরকারি মডেল স্কুলের নবম শ্রেণিতে পড়াশোনা করছে।তবে, মিঠুর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন সাংবাদিকদের বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। তবে থানায় মামলা দায়ের পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ০২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর