thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ট্রেনযাত্রীর মৃত্যু

২০১৩ নভেম্বর ০৯ ১৪:৫৫:৫০
অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ট্রেনযাত্রীর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা : টঙ্গীতে শনিবার ভোররাতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ইলিয়াস আলী নামের ট্রেনের এক যাত্রী মারা গেছেন। দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে সবকিছু লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় টঙ্গী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে ইলিয়াস (২৬) ঢাকায় আসছিলেন। পথে অজ্ঞানপার্টির সদস্যরা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

অবস্থা খারাপ দেখে ট্রেনের অন্য যাত্রীরা টঙ্গী রেলস্টেশনে ইলিয়াসকে নামিয়ে দেয়। পরে রেলপুলিশ টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অজ্ঞানপার্টির দুর্বৃত্তদের প্রয়োগ করা অতিরিক্ত বিষক্রিয়ায় ইলিয়াস মারা যান। নিহত যুবক নোয়াখালী জেলার সুধারাম থানার জাহানাবাদ গ্রামের জনৈক আব্দুর রশীদের ছেলে।

টঙ্গী মডেল থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

(দিরিপোর্ট২৪/এমএভি/এমসি/এএস/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর