thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বুড়িগঙ্গা তীরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান শুরু

২০১৯ মার্চ ০৫ ১৩:৩১:৩৪
বুড়িগঙ্গা তীরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: নদী রক্ষায় বুড়িগঙ্গার তীরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বিআইডব্লিউটিএ। মঙ্গলবার সকালে রাজধানীর বসিলা ব্রিজের নিচে থেকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

সকাল ১১টা পর্যন্ত পর্যন্ত প্রায় ১০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত নদীর তীরের সব ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হবে, ততদিন এ অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

এর আগে প্রথম দফায় বুড়িগঙ্গা তীরে ২৯ জানুয়ারি থেকে তিন দিন এবং ৫ ফেব্রুয়ারি থেকে তিনদিন- মোট ছয় দিন অভিযান চালানো হয়। এ অভিযানে নদী দখল করে থাকা কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএ'র একটি সূত্র জানায়, সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত বুড়িগঙ্গার দুই তীরে যেসব অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ভাঙা হচ্ছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ০৫, ২০১৯

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর