thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পিএসএলের পর আইপিএল নিয়ে শঙ্কায় ভিলিয়ার্স

২০১৯ মার্চ ০৫ ১৩:৩৬:৪৮
পিএসএলের পর আইপিএল নিয়ে শঙ্কায় ভিলিয়ার্স

দ্য রিপোর্ট ডেস্ক: লাহোর কালান্দার্সের হয়ে ১১ বছর পর পাকিস্তানে খেলতে অধীর আগ্রহে ছিলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। কিন্তু ইচ্ছা থাকলেই তো আর হয় না। তার এ ইচ্ছাতে বাঁধ সেধেছে ইনজুরি।

পিএসএলে মোট নয়টি ম্যাচে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু আরব আমিরাতে সাত ম্যাচ খেলে পিঠের চোট নিয়ে তিনি দেশে ফিরে গেছেন বলে জানিয়েছে লাহোর কালান্দার্স। এই সাত ম্যাচে ৫৪.৫০ গড়ে করেছেন ২১৮ রান।

পাকিস্তানে খেলতে না যেতে পারায় হতাশা প্রকাশ করেছেন ভিলিয়ার্স। তিনি বলেন, পাকিস্তানের ক্রিকেটপ্রেমী সমর্থকদের সামনে খেলতে পারব না ভেবে খুব খারাপ লাগছে। কিন্তু আমার কিছু করার নেই। ডাক্তার আমাকে দু’সপ্তাহের বিশ্রাম নিতে বলেছেন। তার মানে আর আমার খেলা হবে না এবার।
তবে পিএসএল থেকে এবার ছিটকে পড়লেও পরেরবার এই লিগে ফেরার কথা বলেছেন।
এদিকে পিএসএল থেকে ছিটকে যাওয়ার পর আইপিএল নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কি খেলতে দেখা যাবে এবিডিকে?
প্রোটিয়া তারকার চোটের জন্য একটা সংশয় দেখা দিয়েছে। কিন্তু যেহেতু দুই সপ্তাহের মধ্যে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, তাই আইপিএলে খেলা আটকাবে না বলেই মনে করা হচ্ছে। শুরুর দিকে দু-একটা ম্যাচে সমস্যা হলেও হতে পারে।
(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর