thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন জিরোনা

২০১৯ মার্চ ০৭ ১০:১৩:০৯
বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়ন জিরোনা

দ্য রিপোর্ট ডেস্ক : লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ ছিলেন না। ছিলেন না নিয়মিত একাদশের অনেকেই। এর পুরোপুরি ফায়দা লুটল জিরোনা। বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে কাতালান সুপার কাপ জিতল অপেক্ষাকৃত খর্বাশক্তির দলটি।

২০১৪ সালের আগ পর্যন্ত স্পেনের কাতালানের ক্লাবগুলোকে নিয়ে হতো কোপা কাতালুনিয়া। তবে সেই বছর ওই নিয়ম পাল্টে যায়। লা লিগায় খেলা অঙ্গরাজ্যটির সেরা দুই ক্লাবকে নিয়ে সুপার কাপ শুরু হয়। তবে এবারই প্রথম শিরোপার স্বাদ পেল জিরোনা। আগের তিনবারের দু’বার শিরোপার দখল নেয় বার্সা। আর একবার শিরোপা ঘরে তোলে এস্পানিওল।

বুধবার রাতে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে দুই দল একাধিক সুযোগ পেলেও কেউ কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধেও সেই আক্রমণের চাকা সচল থাকে। এবার এগিয়ে যায় জিরোনা। ৬৯ মিনিটে সফল স্পট কিকে দলকে লিড এনে দেন ক্রিস্টিয়ান স্তুয়ানি। ভালেরি ফার্নান্দেস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

পিছিয়ে পড়লে আক্রমণে ঢেউ তোলে বার্সা। মহুর্মুহু আক্রমণে জিরোনাকে ব্যতিব্যস্ত রাখে। তবে প্রতিপক্ষের রক্ষণদেয়ালে চিড় ধরাতে পারেননি স্প্যানিশ জায়ান্টরা। শেষ পর্যন্ত পরাজয়ের গ্লানি বয়ে মাঠ ছাড়তে হয় আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের। পুচকে দল হলেও হার পরাজয় হিসেবেই ইতিহাসে লেখা থাকবে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর