thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

৮৩ উপজেলায় মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

২০১৯ মার্চ ০৯ ১১:০২:২৭
৮৩ উপজেলায় মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : পঞ্চম উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোট শুরু হবে রোববার। ভোট উপলক্ষে শুক্রবার দিনগত মধ্যরাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা (৩ দিন)

৮৩ উপজেলায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া সব ধরনের প্রচার-প্রচারণাও বন্ধের নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।

পাঁচ ধাপে দেশের ৪৯২ উপজেলার ভোটগ্রহণ সম্পন্ন করবে ইসি।

প্রথমধাপের ভোটগ্রহণ হবে ১০ মার্চ। নির্বাচন উপলক্ষে ভোটার এলাকায় এরইমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, এসব এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ১১ মার্চ রাত ১২টা পর্যন্ত। তবে সব ধরনের যান বন্ধ করতে হবে শুক্রবার রাত ১২টা থেকেই।

এছাড়াও শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত একদিনের জন্য ভোটের এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। অনুমতি সাপেক্ষে জরুরি যান চলাচল করতে পারবে।

তবে সাংবাদিক, পর্যবেক্ষক, প্রার্থী, প্রার্থীদের এজেন্ট, নির্বাচন কর্মকর্তার গাড়ি নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর