thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

সাইফ-কারিনার পুত্র তৈমুরকে নিয়ে ডেট করতে চান বলিউডের নায়িকা

২০১৯ মার্চ ০৯ ২০:১৬:০২
সাইফ-কারিনার পুত্র তৈমুরকে নিয়ে ডেট করতে চান বলিউডের নায়িকা

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডের নায়ক-নায়িকা দম্পতি সাইফ আলি খান-কারিনা কাপুরের ছেলে তৈমুর নানা বিষয় নিয়ে সব সময় সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকে। বাবা-মা তাকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছেন? কি করছেন? পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সব। সেই সব ছবি প্রকাশের পরপরই ভাইরাল হয়।

জন্ম হওয়া থেকে আজ পর্যন্ত, তৈমুর কী করছে, কোথায় যাচ্ছে, কী পরছে, কী খাচ্ছে সবই প্রকাশ হয়েছে সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়। তার ফ্যান ফলোয়ারের সংখ্যা বড় বড় তারকাকেও হার মানিয়েছে। এমনকী বলিউডের এক নায়িকারও ক্রাশ নাকি এই ছোট্ট তৈমুর।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, তাপসি পান্নু নাকি ছোট্ট তৈমুরের সঙ্গে ডেটে যেতে চান। সম্প্রতি আসন্ন ছবি ‘বদলা’-র প্রচারে তাপসিকে জিজ্ঞাসা করা হয়, বলিউডের কোন অভিনেতার সঙ্গে ডেটে যেতে চান তিনি। উত্তরে তাপসি বলেন, ‘বলিউড? আমি কি তৈমুরকে ডেটে নিয়ে যেতে পারি?’ এমন উত্তর দিয়ে নিজেই হেসে ওঠেন তাপসি।

প্রসঙ্গত, খুব শিগগিরই মুক্তি পাবে সুজয় ঘোষ পরিচালিত ‘বদলা’। এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, তাপসি পান্নু।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর