thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মস্তিস্কের টিউমারে আক্রান্ত মোশাররফ রুবেল

২০১৯ মার্চ ১১ ১১:০৯:২৮
মস্তিস্কের টিউমারে আক্রান্ত মোশাররফ রুবেল

দ্য রিপোর্ট প্রতিবেদক: বড় এক দুঃসংবাদ পেয়েছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। বাংলাদেশের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা এই ক্রিকেটারের মস্তিস্কে টিউমার ধরা পড়েছে। দিনদুয়েক আগে রাজধানীর এক হাসপাতালে এমআরআই করানোর পর টিউমারের ব্যাপারে নিশ্চিত হন রুবেল।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ রুবেল কিছুদিন ধরেই মাথাব্যথাসহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। মাঝে দু'বার অজ্ঞানও হয়ে পড়েছিলেন। সমস্যার ব্যাপকতা বুঝতে পেরে চিকিৎসকরা তাকে মাথার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর ব্যাপারে পরামর্শ দেন। সেই পরীক্ষাতেই ধরা পড়ে টিউমারের অস্তিত্ব।

তবে চিকিৎসকরা বলেছেন, রুবেলের মস্তিস্কের টিউমারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সময়মতো অস্ত্রোপচার করালেই এই স্পিনার সুস্থ হয়ে যাবেন বলে আশা তাদের। জানা গেছে, দিনদুয়েকের মধ্যেই অস্ত্রোপচার করাতে সিঙ্গাপুরের বিমানে উঠবেন রুবেল।

এমন অবস্থায় রুবেল অবশ্য আশপাশের সবার মানসিক সমর্থন পাচ্ছেন ভালোভাবেই। জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের সতীর্থরাও তাকে নানাভাবে সাহস জোগাচ্ছেন। সবার এমন সমর্থনই রুবেলকে সুস্থ হয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরে আসার অনুপ্রেরণা দিচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর