thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

জন্মদিনে যা করবেন আমির খান

২০১৯ মার্চ ১৪ ১২:০৪:৩৬
জন্মদিনে যা করবেন আমির খান

দ্য রিপোর্ট ডেস্ক : বলিউড তারকা আমির খানের ৫৪তম জন্মদিন বৃহস্পতিবার (১৪ মার্চ)। বিশেষ এই দিনটি নাকি বেশ সাদামাটাভাবেই কাটাবেন তিনি।

জন্মদিনে বড় কোনো পার্টির আয়োজন করেননি আমির খান। ব্যস্ততার কারণে বান্দ্রার বাড়িতেই কেক কাটবেন তিনি।

বলিউডের কাছের বন্ধুরা এবং পরিবারের সদস্যরা এই কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কেক কেটে আমির উত্তর আয়ারল্যান্ডের উদ্দেশ্যে এয়ারপোর্টে রওনা হবেন। সেখানে বেলফেস্ট ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিবেন তিনি। তাই আমিরের এবারের জন্মদিনে আনন্দ এবং কাজ দুটোই থাকছে।

আমির খানের সর্বশেষ কাজ ছিল ‘থাগস অব হিন্দুস্তান।’ তবে ছবিটি সফলতা পায়নি। আমির এখন পরবর্তী প্রজেক্টের অপেক্ষায় আছেন। তবে বেছে কাজ করেন তিনি। অসংখ্য স্ক্রিপ্ট পড়ার পরে যেটা পছন্দ হবে, সেই ছবিতে চুক্তিবদ্ধ হবেন তিনি। ভক্তরা তাই অপেক্ষায় দিন গুনছেন আপাতত। পিঙ্ক ভিলা

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর