thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ইয়াবা কারবারি দুই গ্রুপের গোলাগুলিতে ২ ভাই নিহত

২০১৯ মার্চ ১৫ ১৪:৪৬:১৮
ইয়াবা কারবারি দুই গ্রুপের গোলাগুলিতে ২ ভাই নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলিতে মোস্তাক আহমদ(৩৮) ও মোক্তার আহমদ(৪২) নামের ২ ভাই নিহত হয়েছে। এসময় ৯ হাজার ৬ পিস ইয়াবা, ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালি গ্রামের জবর মল্লুকের ছেলে।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, উখিয়ার পালংখালীতে রাতে দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯ হাজার ৬ পিস ইয়াবা, ২ টি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি ও দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের সনাক্ত করা হয়।

নিহতরা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। মৃতদেহ ২টি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

(দ্য রিপোর্ট/একেএমএম/মার্চ ১৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর