thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

নড়াইলে কার্গোর ধাক্কায় ৩৫ যাত্রী নিয়ে ট্রলারডুবি

২০১৯ মার্চ ১৬ ০৮:৪৪:৩০
নড়াইলে কার্গোর ধাক্কায় ৩৫ যাত্রী নিয়ে ট্রলারডুবি

নড়াইল প্রতিনিধি : নড়াইলের নবগঙ্গা নদীতে সিমেন্টবোঝাই কার্গোর ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ট্রলারে প্রায় ৩৫ যাত্রী ছিলেন। এ ঘটনায় ট্রলারে থাকা দুটি মোটরসাইকেল ও একটি ভ্যান নদীতে ডুবে গেছে। যাত্রীরাও সাঁতরে তীরে উঠতে পেরেছেন বলে জানান স্থানীয়রা।

শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাজন এলাকায় নবগঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

বড়দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন জানান, সিমেন্ট বোঝাই কার্গো খুলনা থেকে বরিশাল যাচ্ছিল। আর যাত্রীবাহী ট্রলারটি বড়দিয়া থেকে মহাজন ঘাটের দিকে আসছিল। এসময় কার্গোর ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

এ ঘটনায় কেউ নিখোঁজ আছেন কিনা, সেজন্য পুলিশ নদীতে টহল দেয়। তবে সবাই সাঁতরে তীরে উঠেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর