thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

সেল্টা ভিগোকে হারিয়ে রিয়ালের জয়, জিদানের উল্লাস

২০১৯ মার্চ ১৭ ০৭:৫৯:৩৯
সেল্টা ভিগোকে হারিয়ে রিয়ালের জয়, জিদানের উল্লাস

দ্য রিপোর্ট ডেস্ক : ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে টানা চার ম্যাচ হারের পর জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারায় স্প্যানিশ জায়ান্টরা।

দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব গ্রহণ করে দলের জয়ের সেই চেনা স্বাদ উপভোগ করলেন জিনেদিন জিদান।

খেলার প্রথমার্ধে কোনো গোল পায়নি জিদানের শিষ্যরা। বিরতির পর প্রথম সাফল্য আসে ইসকোর পা থেকে ।

দ্বিতীয়ার্ধে নেমেই আক্রমণের ধার বাড়ায় রিয়াল। এরই ধারাবাহিকতায় ৬২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন ইসকো।

এরপর ৭৭ মিনিটে মার্সেলোর পাস থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন গ্যারেথ বেল।

ভালো প্রতিরোধ গড়লেও গোলের দেখা পায়নি সেল্টা ভিগো।

এ জয়ে ২৮ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে অনড় রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর