thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

প্রিয়াঙ্কার বোনকে উত্ত্যক্ত করেছিলেন নিকের বন্ধুরা?

২০১৯ মার্চ ১৭ ২১:৩৯:৪০
প্রিয়াঙ্কার বোনকে উত্ত্যক্ত করেছিলেন নিকের বন্ধুরা?

দ্য রিপোর্ট ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের রাজকীয় বিয়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এখনো। বিয়ের তিন মাস পার হয়েছে, তবু পিসি ও নিকের বিয়ের ছবি অন্তর্জালে হাত ঘুরছে। দুই তারকার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন ওই গালা ইভেন্টে উপস্থিত ছিলেন। অভিজাত আয়োজনের অন্যতম মধ্যমণি ছিলেন প্রিয়াঙ্কার চাচাতো বোন পরিণীতি চোপড়া।

‘জুতা চুরি’ অনুষ্ঠানে পরিণীতি চোপড়া ছিলেন অন্যতম কন্যাসঙ্গী। এই অনুষ্ঠানে নিক জোনাসের বন্ধুরা কি তাঁকে ‘উত্ত্যক্ত’ করেছিলেন? এমন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।

সম্প্রতি জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’-তে নিজের আসন্ন ‘কেসারি’ সিনেমার প্রচারণায় গিয়েছিলেন পরিণীতি চোপড়া। সেখানে সঞ্চালক কপিল শর্মা প্রিয়াঙ্কার রোমান্টিক বিয়ে, জুতা চুরি অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে পরিণীতির কাছে জানতে চান। এই অভিনেত্রী বলেন, বরের কাছ থেকে তিনি ভারতীয় মুদ্রা ও মার্কিন ডলার পেয়েছেন। পেয়েছেন হীরাও।

এরপর কপিল শর্মা পরিণীতিকে জিজ্ঞেস করেন, নিকের বন্ধুরা কি তাঁকে উত্ত্যক্ত করেছিলেন? ‘নমস্তে ইংল্যান্ড’ অভিনেত্রী বলেন, ‘লাইন তো মারতেই চেয়েছে, আমি লাইন দিইনি!’

গত বছরের ডিসেম্বরে মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাসের সঙ্গে বিশাল আয়োজনে প্রিয়াঙ্কা চোপড়া গাঁটছড়া বাঁধার পর একটি প্রশ্ন ঝুলছে—প্রিয়াঙ্কার ছয় বছরের ছোট কাজিন পরিণীতি চোপড়া কি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন?

৩০ বছর বয়সী অভিনেত্রী পরিণীতি চোপড়া এখন কেসারি সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত, যে ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। গেল সপ্তাহে গণমাধ্যমকর্মীদের কাছে ওই প্রশ্নের জবাব দেন পরিণীতি।

বিয়ের পরিকল্পনা নিয়ে জিজ্ঞাসার পর সহাস্যে পরিণীতি চোপড়া বলেন, ‘ওদের (প্রিয়াঙ্কা-নিক) সঙ্গে আমার জীবনের কী সম্পর্ক, বন্ধু? তাঁরা যা চেয়েছে, তা করেছে। এখন আমার কোনো পরিকল্পনা নেই। ওসব ভাবিও না! যদি জীবনে বিয়ে করতেই হয়, তবে যেদিন সব দিক থেকে প্রস্তুত হব, সেদিনই করব। এখন নয়। এখন ওসব নিয়ে ভাবছিই না।’

প্রিয়াঙ্কা চোপড়ার বয়স ৩৬ বছর আর তাঁর স্বামী নিক জোনাসের বয়স ২৬। বোন প্রিয়াঙ্কার সঙ্গে নিজের বয়সের তুলনা করে পরিণীতি বলেন, ‘ও তো ৩৬ বছরে বিয়ে করেছে! ওর বয়সেও যদি বিয়ে করি, তবে এখনো আমার ছয় বছর হাতে আছে।’

যা হোক, ‘কেসারি’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন পরিণীতি চোপড়া। আগামী ২১ মার্চ মুক্তি পাবে ছবিটি। আগামীতে তাঁকে দিবাকর ব্যানার্জির ‘সন্দীপ অর পিংকি ফারার’ ছবিতে অর্জুন কাপুরের বিপরীতে দেখা যাবে। সূত্র : ডিএনএ, ইন্ডিয়া টিভি

(দ্য রিপোর্ট/একেএমএম/মার্চ ১৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর