thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে প্রিজাইডিং অফিসারের মৃত্যু

২০১৯ মার্চ ১৮ ১২:২৮:৪৭
দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে প্রিজাইডিং অফিসারের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অসুস্থ হয়ে মো. মাজেদুল ইসলাম নামে এক প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।

রবিবার রাতে দায়িত্ব পালনকালে শ্বাসকষ্ট রোগে আক্রন্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ব্যাপারে উপজেলার নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নজরুল ইসলাম জানান মাজেদুল ইসলাম হাজী ধনেশ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাজেদুল ইসলাম পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। রবিরার বিকেলে ভোটের প্রয়োজনীয় মালামাল নিয়ে ভোটকেন্দ্রে যায়। সেখানে রাত ১০টায় শ্বাসকষ্ট রোগে আক্রন্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় মারা যায়।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর