thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শাহজালালে ১ কেজি স্বর্ণসহ নারী ব্যাংক কর্মকর্তা আটক

২০১৯ মার্চ ১৮ ১৩:১৩:৩২
শাহজালালে ১ কেজি স্বর্ণসহ নারী ব্যাংক কর্মকর্তা আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণালঙ্কারসহ রাজিয়া সুলতানা নামে প্রিমিয়ার ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

সোমবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউজ সূত্রে জানা গেছে, সোমবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে মালয়েশিয়া থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী ছিলেন প্রিমিয়ার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এবং কলাবাগান শাখার ডেপুটি ম্যানেজার ও ব্রাঞ্চ ইনচার্জ রাজিয়া সুলতানা। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার কাছে থাকা স্বর্ণালঙ্কারগুলো স্ক্যানারে ধরা পড়ে। পরে ঢাকা কাস্টমস হাউজের সদস্যরা তাকে আটক করে। এসময় তার কাছ থেকে প্রায় এক কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের উপ পরিচালক অথেলো চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এর আগে রোববার দিবাগত মধ্য রাতে ৩৬টি স্বর্ণের বারসহ সৌদি এয়ারলাইন্সের দুই নারী ক্রুকে আটক করে ঢাকা কাস্টমস হাউজ।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর