thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আবরার নিহতের ঘটনায় মামলা

২০১৯ মার্চ ২০ ১০:৩৩:৩৯
আবরার নিহতের ঘটনায় মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: আবরার আহমেদ চৌধুরীবাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় গুলশান থানায় মামলা হয়েছে। আবরারের চাচা বাদী হয়ে মঙ্গলবার (১৯ মার্চ) রাতে মামলাটি করেছে। মামলা নম্বর ৩।

গুলশান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনামুল হক একথা জানিয়েছেন।

মঙ্গলবার দুর্ঘটনার পরপরই আবরারকে চাপা দেওয়া সুপ্রভাত বাসটির (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) চালক সিরাজুল ইসলামকে (২৪) আটক করে গুলশান থানা পুলিশ।

প্রসঙ্গত, রাজধানীর নর্দ্দা এলাকায় মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাসচাপায় আবরার নিহত হন। যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ ঘটনায় আট দফা দাবি আদায়ের জন্য বুধবার (২০ মার্চ) সারাদেশে ক্লাস বর্জন ও সড়ক অবরোধের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তারা সড়ক অবরোধ শেষে এ কর্মসূচি ঘোষণা দেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর