thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

চুয়াডাঙ্গায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

২০১৯ মার্চ ২১ ০৮:৫৩:২৫
চুয়াডাঙ্গায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২০ মার্চ) রাতে আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজনের লাশ রাতেই উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সংসারে অভাব অনটন নিয়ে স্বামী ইবাদত আলী (৫৫) ও স্ত্রী জাহানারা খাতুনের মধ্যেই প্রায়ই ঝগড়া হতো।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদের মধ্যে ঝগড়ার শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে স্থানীয়রা দেখেন ঘরের মধ্যে জাহান্নারা খাতুনের ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। আর ঘরের এক পাশে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে আছেন ইবাদত আলী। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান মুন্সী সাংবাদিকদের জানান, জাহানারাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়েছে। আর গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে ইবাদত আলীর লাশ। ধারণা করা হচ্ছে ইবাদত আলী তার স্ত্রীকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর