thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে তেলের লরি চাপায় মাদরাসাশিক্ষক নিহত

২০১৯ মার্চ ২১ ১১:২১:২৮
রাজধানীতে তেলের লরি চাপায় মাদরাসাশিক্ষক নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে সড়ক পার হতে গিয়ে তেলের লরি চাপায় আবদুর রাজ্জাক নামে এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রাজ্জাক মেহেরপুর সদর এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাদ্রাসাশিক্ষক ছিলেন।

মিরপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে মিরপুর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হতে গিয়ে তেলের লরিতে চাপা পড়েন মাদরাসাশিক্ষক আবদুর রাজ্জাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর