thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

বিল পরিশোধ না করেই পালালেন ভারতীয় অভিনেত্রী

২০১৯ মার্চ ২১ ১১:৪৬:০৫
বিল পরিশোধ না করেই পালালেন ভারতীয় অভিনেত্রী

দ্য রিপোর্ট ডেস্ক : বিতর্কিত কাণ্ড ঘটালেন ভারতীয় অভিনেত্রী পূজা গান্ধী। তার বিরুদ্ধে অভিযোগ, বিলাসবহুল একটি হোটেলের বিল পরিশোধ না করেই পালিয়ে গেছেন তিনি।

সেই বিলের পরিমান ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে স্থানীয় থানায় অভিনেত্রী পূজা গান্ধীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন হোটেল কর্তৃপক্ষ।

সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পূজা গান্ধীর সঙ্গে যোগাযোগ করেন বেঙ্গালুরু পুলিশ।

এবং প্রমাণাদির সাপেক্ষে তার বিরুদ্ধে আর্থিক প্রতারণা মামলা দায়ের করা হবে বলে জানায়।
এরপর পূজা প্রথম ধাপে দুই লাখ টাকা বিল পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে মামলা না করতে অনুরোধ জানান বেঙ্গালুরু পুলিশকে।

দক্ষিণ ভারতের একটি দৈনিক সূত্রে খবর, বিলের সব টাকা পরিশোধ করবেন প্রতিশ্রুতি দিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে কিছুটা সময় চেয়েছেন পূজা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, সম্প্রতি বেঙ্গালুরুর একটি বিলাসবহুল হোটেলে অবকাশ যাপন করেছিলেন তামিল অভিনেত্রী পূজা গান্ধী। হোটেল বিল বাড়তে দেখে কোনো বিল পরিশোধ না করে হঠাৎ করেই হোটেল ছেড়ে উধাও হয়ে যান তিনি।

পূজা গান্ধীর বিরুদ্ধে এমন অভিযোগ এবারই প্রথম নয়। এর আগেও আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল এই অভিনেত্রীর বিরুদ্ধে।

এছাড়াও কিরণ নামের এক দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র প্রযোজক পূজার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন। বেশ কয়েকটি তামিল ও মালয়ালম ছবিতে কাজ করেছেন পূজা। বাংলা ছবি ‘তোমাকে সালাম’ এ দেখা গেছে তাকে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর