thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

ক্যাটরিনাকে রেঞ্জ রোভার গাড়ি উপহার দিলেন সালমান

২০১৯ মার্চ ২১ ১২:০৯:২৭
ক্যাটরিনাকে রেঞ্জ রোভার গাড়ি উপহার দিলেন সালমান

দ্য রিপোর্ট ডেস্ক : বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ আর সালমান খানের প্রেম-বিচ্ছেদের খবর সবারই জানা। দীর্ঘসময় চুটিয়ে প্রেম করার পর তাদের বিচ্ছেদ হয়ে যায়।বিচ্ছেদের পর ক্যাটরিনা রণবীর কাপুরের সঙ্গে প্রেম করেন। সেটিও টেকেনি।সালমানও প্রেম করছেন বলে গুঞ্জন উঠে। তবে এই বলিউড সুপারস্টার কখনই স্বীকার করেননি।

রণবীরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর বিরহে সময় কাটছিল ক্যাটরিনার।সেই সময়টায় বন্ধুত্বের হাত বাড়িয়ে তার কাছে ফিরে আসেন সালমান।দু:সময়ে পুরোনো সঙ্গীকে কাছে পাওয়ায় ক্যাটরিনা ফের সালমানের প্রতি দূর্বল হয়ে পড়েন। বলিপাড়ার গুঞ্জন ফের প্রেমে মজেছেন সালমান-ক্যাট।

সেই প্রেমের নিদর্শন সরুপ সম্প্রতি ক্যাটরিনাকে প্রায় আড়াই লাখ রুপির একটি গাড়ি উপহার দিয়েছেন সালমান। ক্যাটরিনা কাইফ এখন থেকে দর্শনীয় রেঞ্জ রোভার ভোগ এসই ব্র্যান্ডের সেই গাড়িতেই চড়বেন। সে কারণে আগের অডি ব্র্যান্ডের গাড়িটি বাদ দিয়েছেন এই সুদর্শনী। চকচকে নতুন গাড়িটির দাম ২ কোটি ৩৩ লাখ রুপি।

সালমান-ক্যাটরিনার মধ্যে গুরুত্বপূর্ণ মিল হচ্ছে তারা দুজনেই প্রেম করেছেন, বিচ্ছেদ এসেছে তাদের জীবনে। কিন্তু এখনও কেউই বিয়েটা করেননি।ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেয়া নিয়ে সালমানের পরিবারে কথাবার্তা চলছে বলেও ভারতের গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে।

এদিকে সালমান খানের বিপরীতে ‘ভারত’ ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা। যদিও এতে কাজ করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু শেষ মুহূর্তে তিনি বেঁকে বসেন। তখন ক্যাটরিনার দুয়ারে কড়া নাড়তেই সাড়া দেন তিনি। এজন্যই ‘বজরঙ্গি ভাইজান’ তারকা তাকে একটি দামি গাড়ি উপহার দিলেন বলে ধারণা করা হচ্ছে।

আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ মুক্তি পাবে এ বছরের ৫ জুন।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর